চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর ব্যস্ততম এয়ারপোর্ট-বারিক বিল্ডিং সড়কটি প্রধামন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
রোববার চসিকের ৫১তম সাধারণ সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সড়কটি প্রধামন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণের প্রস্তাব উত্থাপন করলে সদস্যরা তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এতে উপস্থিত ছিলেন চসিক প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলমসহ নগরীর সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা।
সিটি মেয়র বলেন, ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোডকে নান্দনিকভাবে সাজানো হচ্ছে। বর্তমানে এ সড়কে ৪১ কোটি টাকা ব্যয়ে এই রোডের উন্নয়ন কাজ চলমান রয়েছে। কাজের মধ্যে রাস্তার দৃষ্টিনন্দন ফুটপাত, রাস্তার পাশে সৌন্দর্যকরণ, চার লাইনে রাস্তা নির্মাণ চলমান রয়েছে। এছাড়াও বিউটিফিকেশন কার্যক্রমের মধ্যে রয়েছে নৌকার ওপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল।’
দৃষ্টিনন্দন স্থাপনাটি বিমানবন্দর দিয়ে আসা দেশ-বিদেশের অতিথিদের স্বাগত জানাবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-