মেরিন ড্রাইভে র‍্যাবের অভিযানে ইয়াবা সহ আটক ২

গোপন সংবাদের ভিত্তিতে কলাতলী মেরিন ড্রাইভে অভিযান চালিয়ে ৩১ লাখ ২৭ হাজার ৫শত টাকা মূল্যের ৬ হাজার ২৫৫ পিস ইয়াবাসহ ২জনকে আটক করেছে র‌্যাব।

২০ অক্টোবর রবিবার বিকালে কলাতলীর মেরিন ড্রাইভ রোডের সোনার গাঁ চিংড়ি প্রকল্প এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, কক্সবাজার সদরের কলাতলীর মেরিন ড্রাইভ রোডের র‌্যাব ১৫ এর একটি দল অভিযান চালিয়ে উখিয়ার জালিয়াপালংয়ের মৃত নুর ইসলামের পুত্র নুরুল হক (৩২) ও রামুর ধেছুয়াপালংয়ে নুরুন নবীর পুত্র মোঃ রফিকুল ইসলাম (২২) কে আটক করা হয়। পরে আসামীদের দেহ তল্লাশী করে ৬ হাজার ২৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব ১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানায়, আটক আসামীদের উদ্ধারকৃত ইয়াবাসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর