মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের হিমছড়ি মেরিন ড্রাইভ রোডের পাশে আরো একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে। রোববার ২০ অক্টোবর স্থানীয় লোকজন লাশটি দেখে রামু থানার হিমছড়ি পুলিশ ফাঁড়ির পুলিশকে খবর দিলে পুলিশ এসে সকাল সাড়ে ৮ টার দিকে লাশটি উদ্ধার করে। বিষয়টি রামু থানা ওসি আবুল খায়ের নিশ্চিত করেছেন।
রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমতলীর ছড়া ভাঙ্গা এলাকায় মেরিন ড্রাইভ রোডের পূর্ব পার্শ্ব হতে অজ্ঞাত ব্যক্তির এই লাশটি উদ্ধার করা হয় বলে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আলমগীর জানান। উদ্ধারকৃত লাশের বুকে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি মোঃ আলমগীর জানিয়েছেন।
তিনি আরো জানান, লাশটির বয়স অনুমানিক ৩৫ বছর থেকে ৪০ বছর হতে পারে।
উল্লেখ্য, গত শনিবার ১৯ অক্টোবর আরো একজন অজ্ঞাত যুবকের লাশ উখিয়া ইনানী ইমামের ডেইল এলাকার মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-