কক্সবাজারে পুলিশের অভিযানে আটক ৭

বার্তা পরিবেশক •

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৭ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১৮ অক্টোবর সকাল ৮টা হতে ১৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

১। আবুল কালাম,পিতা- মৃত সৈয়দ, সাং-পূর্ব ইউসুফেরখীল,০৫ নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার।

২। মোঃ আরিফুল ইসলাম কবির, পিতা- মোঃ নুরুল আলম, সাং- গোলদিঘীর পাড়, (বড় কবরস্থানের পাশে) ০৯ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।

৩। মোঃ রাসেল ফেরদৌস রাকিব, পিতা-গোলাম মোস্তাফা, সাং-নাকোইলা ১৪ নং ওয়ার্ড, থানা-শৈলকুপা, জেলা-জিনাইদাহ, বর্তমান-হাউজ নাম্বার, ১০/৩ ৮ম তলা, কালভাট রোড, কাঁঠাল বাজার, থানা-কলা বাজার, জেলা-ঢাকা।

ওয়ারেন্ট সংক্রান্ত গ্রেফতারকৃত আসামীঃ

১। ফরিদুল আলম, পিতা- মৃত আজিজুর রহমান, সাং-পশ্চিম পাড়া, পিএমখালী, থানা ও জেলা-কক্সবাজার।

২। মোঃ তারেক, পিতা-বশির আহাম্মদ, সাং-ছনখোলা, পশ্চিম পাড়া, পিএমখালী, থানা ও জেলা-কক্সবাজার।

৩। নুরুল আবছার, পিতা-আব্দুল মেলেক, সাং-ছনখোলা পশ্চিম পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৪। শুক্কুর, পিতা-মৃত সুলতান আহমদ, সাং-দক্ষিন মুহুরী পাড়া, বিসিক শিল্প এলাকা, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর