গিয়াস উদ্দিন ভূলু,কক্সবাজার জার্নাল
টেকনাফে মাদক কারবারী চক্রের সাথে পুলিশ ও বিজিবি’র পৃথক ‘বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। সংঘটিত এই ঘটনা গুলোর মধ্যে আজিজ,রহিম নামে দুই মাদক কারবারী নিহত ও পুলিশ-বিজিবি’র ৫ সদস্য আহত হয়েছে।
তথ্য সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর রাতে মাদক কারবারে জড়িত টেকনাফ সদর ইউপি ডেইল পাড়া এলাকার সালেহ আহাম্মদের পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আজিজ(২৩) কে পৌরসভা শাফলা চত্বর এলাকা থেকে আটক করে পুলিশ।
তারপর আটক আসামীর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ২০ অক্টোবর গভীর রাত দেড়টার দিকে থানা পুলিশের একটি দল টেকনাফ সদর ইউনিয়ন মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন মহেশখালীয়া পাড়া নৌকা ঘাট এলাকায়, গোপন স্থানে লুকিয়ে রাখা মাদক ও অস্ত্র উদ্ধার করার জন্য অভিযানে গেলে। আগেই উৎপেতে থাকা মাদক কারবারে জড়িত অপরাধীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি বর্ষন শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের গোলাগুলিতে এসআই কামরুজ্জামান, এএসআই মিশকাট উদ্দিন,কনেস্টেবল রুমান দাশ গুরুতর আহত হয়। গুলিবিদ্ধ হয় আটক মাদক কারবারী আজিজ। এরপর পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে কক্সবাজার রেফার করে। সেখানে পৌছার পর ডাক্তার গুলিবিদ্ধ ব্যাক্তিকে মৃত ঘোষনা করে।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী ১টি এলজি(অস্ত্র),৭রাউন্ড তাজা কার্তুজ,৩ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। নিহত মাদক কারবারী আজিজ দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত ছিল বলেও জানান তিনি।
এদিকে ২০ অক্টোবর গভীর রাত দেড়টার দিকে টেকনাফ হোয়াইক্যং নাফনদী সীমান্ত এলাকায় উনচিপ্রাং বিওপিতে দায়িত্বরত বিজিবি ও মাদক পাচারকারীদের সাথে গোলাগুলি সংঘটিত হয়েছে।
বিজিবি’র তথ্য সূত্রে দেখা যায়, উক্ত ঘটনায় রহিম উদ্দিন নামে এক যুবক নিহত ও বিজিবি দুই সদস্য আহত হয়েছে।
ঘটনাস্থল তল্লাশী করে এক কোটি,৮০ লাখ টাকা মুল্যেের ৬০ হাজার ইয়াবা,দেশীয় তৈরী একটি বন্দুক,৩ রাউন্ড তাজা কার্তুজ,২টি ধারালো কিরিচ উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়সাল হাসান খান বলেন টেকনাফ সীমান্ত এলাকায় যে সমস্ত অপরাধীরা এখনো মাদক কারবারে জড়িত। সরকারের ঘোষনা অনুযায়ী সেই সমস্ত অপরাধীদের নির্মুল করার জন্য আমাদের বিজিবি সদস্যদের মাদক বিরোধী চলমান এই যুদ্ধ অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-