রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসছেন পাঁচ মার্কিন সিনেটর

ডেস্ক রিপোর্ট • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে লুইস সেপুলভেদার নেতৃত্বে রোববার (২০ অক্টোবর) ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের পাঁচ সিনেটর। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে তারা আসছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সঙ্গে আরও তিন জন স্টাফ আসছেন। প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া তারা সিলেটে যাবেন। আগামী ২৬ অক্টোবর তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

আরও খবর