রোহিঙ্গা শিবিরে ফের গোলাগুলি: আগুনে পুড়ে গেল ডাকাতদের ৪টি আস্তানা

গিয়াস উদ্দিন ভূলু, কক্সবাজার জার্নাল •

টেকনাফে বহুল আলোচিত ‘শালবাগান’ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে আবারও পুলিশ ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটেছে।

টেকনাফ থানা পুলিশ সদস্যদের সাড়াঁশী এই অভিযানে ডাকাত দলের কোন সদস্য আটক না হলেও ডাকাতদের আস্তানায় গড়ে উঠা বেশ কয়েকটি ঝুপড়ি ঘর অগ্নিসংযোগ করার মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তথ্য সুত্রে জানা যায়, ১৯ অক্টোবর ভোররাত সাড়ে ৩টা থেকে সকাল পর্যন্ত সহকারী পুলিশ সুপার নাহিদ আদনান তাহিয়ান ও টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ নয়াপাড়া শরণার্থী ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ী এলাকায় স্বশস্ত্র রোহিঙ্গা ডাকাত দলের অবস্থানের খবর পেয়ে একটি বিশেষ অভিযানে গেলে ডাকাত দলের পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষন করে। পুলিশও আত্মরক্ষার্থে ১৫/২০ রাউন্ড ফাল্টা গুলিবর্ষণ করে। এক পর্যায়ে স্বশস্ত্র ডাকাত দল সু-কৌশলে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়।

এরপর পুলিশ ডাকাত দলের আস্তানার সাঁড়াশী অভিযান পরিচালনা করে ৩/৪টি ঝুপড়ি ঘর আগুনে পুড়িয়ে উচ্ছেদ করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে দায়িত্বরত আইসি মনিরুল ইসলাম জানান,
টেকনাফের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প গুলোতে স্বশস্ত্র ডাকাত, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবেনা।

পাশাপাশি এই সমস্ত অপরাধীদের আইনের আওয়তাই নিয়ে আসতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও খবর