আবদুল্লাহ আল আজিজ :
কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে আছে। শনিবার (১৯ অক্টোবর) স্থানীয়রা ইনানী ইমামের ডেইল এলাকায় লাশটি দেখতে পায় । নিহতের আনুমানিক বয়স ২৮ বছর।
স্থানীয়রা জানান, ইনানী ইমামের ডেইল এলাকায় রাস্তার পাশে ওই লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেয়। লাশের গায়ে কালো শার্ট ও পরনে জিন্স প্যান্ট ছিল।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর জানান, ইনানী ইমামের ডেইল এলাকায় একটি লাশ পড়ে আছে খবর পেয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-