মরিচ্যা যৌথ চেকপোস্টে ইয়াবাসহ নারী আটক

নিজস্ব প্রতিনিধি •

টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৯শ পিস ইয়াবাসহ মিম আক্তার নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ছয় লাখ টাকা। আটককৃত মহিলা মাটিরাঙ্গা থানার মোঃ সাত্তারের মেয়ে বলে জানান বিজিবি ।

বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টায় কক্সবাজার জেলার রামু উপজেলার ৯ নম্বর খুনিয়াপালং ইউপির মরিচ্যা যৌথ চেকপোস্ট নামক স্থানে বাসে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) উপ পরিচালক মো. তাজমিলুর ইসলাম জানান, মিম আক্তারের শরীরে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ছয় লাখ টাকা মূল্যের ১ হাজার ৯শ পিস ইয়াবাসহ এবং একটি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালসহ আসামিকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আরও খবর