কক্সবাজার জার্নাল ডটকম •
কক্সবাজার শহরের কলাতলি হোটেল-মোটেল জোনের সানসেট রিসোর্ট ইয়াবা বেচা-কেনার নতুন হাট। যেখানে চলে রাত-দিন ২৪ ঘন্টা ইয়াবার বাণিজ্য। এমন তথ্যই দিয়েছে বুধবার (১৬ অক্টোবর) র্যাবের হাতে আটক এক নারী ও যুবক। তাদেরকে এক হাজার ইয়াবাসহ আটক করে র্যাব। রিসোর্টির ১১৭ নং কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার মৃত আনিসের স্ত্রী মিনা আক্তার মিনু (৩০) ও চকরিয়া উপজেলার খুটাখালীর মেধা কচ্ছপিয়ার মৃত আবু সামার ছেলে জিয়াউর রহমান জিয়া (৩২)।
কক্সবাজার র্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের চেষ্টা চলছে। এ সিন্ডিকেটে জড়িত অন্যদের বিষয়ে নজর রেখেছে র্যাব।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-