বার্তা পরিবেশক •
কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১২ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১৪ অক্টোবর সকাল ৮টা হতে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। রবিউল আলম, পিতা- রহমত উল্লাহ, সাং- চুনতি, থানা- লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম।
২। মহিউদ্দিন প্রঃ মহিন, পিতা- আবুল খায়ের, সাং- মৈশামুড়া, খন্দকার পাড়া, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম।
৩। আবুল ফজল, পিতা- মৃত কবির আহমদ, সাং- এসএম পাড়া, বটতলী, ৫নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
৪। আলী আহমদ, পিতা- আবুল ফজল, দ, সাং- এসএম পাড়া, বটতলী, ৫নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
৫। রিগান চক্রবর্তী, পিতা- মতৃ সুনীল চক্রবর্তী, সাং- রামকোর্ট, কাটালিয়া পাড়া, থানা- রামু, জেলা- কক্সবাজার।
৬। মোঃ নেজাম উদ্দীন, পিতা- মৃত জাফর আলম, সাং- ঘোনার পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। এনামুল হক মনি, পিতা- ফোরকান, সাং- তেতৈয়া সওদাগর পাড়া, খুরুশকুল, থানা ও জেলা-কক্সবাজার।
২। জিয়াউর রহমান, পিতা- গোলামুর রহমান, সাং- তেতৈয়া, খুরুশকুল, থানা ও জেলা-কক্সবাজার।
৩। রফিক, পিতা- মৃত বেলাল, সাং- মনুপাড়া, খুরুশকুল, থানা ও জেলা-কক্সবাজার।
৪। ফরিদুল আলম, পিতা- মৃত জাফর আলম, সাং- তাজর পাড়া, পোকখালী, থানা ও জেলা-কক্সবাজার।
৫। কবির আহমদ, পিতা- মৃত ছৈয়দ আহমদ প্রঃ ছৈয়দ আকবর, সাং- বানিয়াপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
৬। শাহ আলম, পিতা- হাজী কবির আহমদ, সাং- বানিয়াপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শ জনাব মোঃ খায়রুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-