কক্সবাজার এলএ অফিসে ৫ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় ধরা পড়েছেন ৫ জন দালাল। তাদের প্রত‌্যেককে ১ মাস করে সাজা দিয়েছেন ভ্রাম‌্যমান আদালত। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৩টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্র ধর এই সাজা দেন।

ভ্রাম‌্যমান আদালতের সাজাপ্রাপ্তরা হলেন, মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের আন্দারঘোনা এলাকার মৃত আব্দুস সমদের ছেলে মো আব্দুল নুর, জাগিরঘোনা এলাকার আবুল কাশেমের ছেলে খোরশেদ আলম, উখিয়ার রাজাপালং ইউনিয়নের মালভিটা এলাকার নুরুল ইসলামের ছেলে আলাউদ্দিন, ভালুকিয়া পালং এলাকার মোঃ কাশেমের ছেলে এসএম দিদারুল আলম, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার শফিকুল ইসলামের ছেলে আমান উল্লাহ।

সূত্র জানায়, কক্সবাজার জেলা প্রশাসকের ভূমি অধিগ্রণ শাখায় দালাল নামদারী খোরশেদ আলম একাদিক বার একই অপরাধে ভ্রাম্যমান আদালতে সাজা ভোগ করেছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্র ধরের দালাল বিরোধী অভিযান পরিচালনার সময় চিহ্নিত হোসেন দালালসহ আরও বেশ কয়েকজন কৌশলে পালিয়ে যায়। সরকারের চলমান উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণ শাখায় একটি সক্রিয় দালাল সিন্ডিকেট গড়ে উঠেছে। প্রশাসন এসব দালাল সিন্ডিকেট নির্মুলে এর আগেও একাদিক বার অভিযান পরিচালান করেছিল। অভিযানে বেশকয়েকজন দালালকে সাজা প্রদান করলেও কারাগার থেকে বেরিয়ে এসে পুনরায় এই অপরাধে জড়িয়ে পড়ছে। এতে প্রকৃত জমি মালিকেরা ব্যাপক হারে হয়রানীর শিকার হচ্ছেন বলে মনে করছেন ভুক্তভোগীরা। তবে দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন।

আরও খবর