গিয়াস উদ্দিন ভূলু,কক্সবাজার জার্নাল
টেকনাফ বাস-ষ্টেশন সংলগ্ন মিলকী রিসোর্টের সামনে চলামান অবস্থায় আগুন লেগে পুড়ে ছাঁই হয়ে গেছে।
জানা যায়,১৫ অক্টোবর দুপুর ২টার দিকে দিদার পেট্রোল পাম্প থেকে তৈল নিয়ে যাওয়ার সময় ব্যাটারী শর্ট সার্কিটের আগুনে নোহা গাড়িটির মধ্যে আগুন লেগে যায়। পুড়ে যাওয়া নোহা গাড়িটির মালিক ও চালক টেকনাফ পৌরসভা ৬নং ওয়ার্ড কলেজপাড়া এলাকার মোঃ ইদ্রিসের পুত্র নুর মোহাম্মদ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকামেট্রো-ছ (নং-১১-০৫৯৪) নোহা গাড়িটি দিদার ফিলিং ষ্টেশন হতে তৈল নিয়ে বের হয়ে কিছু দূর যেতে না যেতেই হঠাৎ করে ব্যাটারির ওয়ারিং’র শর্ট সার্কিট হতে অগ্নিকান্ডের সূত্রপাত সৃষ্টি হয় এবং এক নিমিষেই পুরো গাড়িতে আগুনটি ছড়িয়ে পড়ে। উক্ত ঘটনায় রাস্তার দুই পাশে প্রায় এক ঘন্টা যাবৎ যান চলাচল বন্ধ হয়ে যায়। সাধারন পথচারিরা আগুনের লেলিহান শিখা দেখে ভয়ে আর আতংকে এগিয়ে না আসলেও প্রধান সড়কের দুই পাশের বেশ কয়েকজন দোকানদার গাড়ির আগুনটি নিভানোর চেষ্টা করে।
এদিকে ঘটনাস্থলে গিয়ে পথচারিদের কাছ থেকে খবর নিয়ে জানা যায়, টেকনাফ ফায়ার সার্ভিস অফিসে ফোন দেওয়ার পরও তারা সঠিক সময়ে ঘটনাস্থলে পৌছতে পারেনি। এতে এক নিমিশেই গাড়ীটি পুড়ে ছাঁই হয়ে যায়।
গাড়ির মালিক এবং চালক নুর মোহাম্মদ জানান, পুড়ে যাওয়া গাড়িটির বাজার মূল্য ১০লক্ষ টাকা। ব্যাটারী শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত সৃষ্টি হয়েছে। এবং গাড়িটি তার শ্বশুরের কাছ থেকে কিস্তিতে নিয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-