সীমান্ত সুরক্ষা ও মানব পাচার, মাদক চোরাচালান রোধে আরও বেশি কার্যকর ভূমিকা রাখবে

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল 

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপি’র রিজিয়ন কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

১৪ অক্টোবর সোমবার সকাল ১১ টায় টেকনাফে সমুদ্র সৈকত সংলগ্ন ‘সেন্ট্রাল রিসোর্ট’ এর সম্মেলন কক্ষে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিজিবি ও বিজিপির রিজিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে মাদক পাচার প্রতিরোধ, দুই দেশের সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান, মানবপাচার প্রতিরোধ এবং দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। প্রায় সাত ঘন্টা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে সন্ধ্যা ৬ টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল সাজেদুর রহমান বিজিপি’র প্রতিনিধি দলের উপস্থিতিতে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের কাছে প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান বলেন, দুই প্রতিনিধি দলের মধ্যে খুবেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠকটি সম্পন্ন করা হয়েছে। বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার মাধ্যমে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী যুগোপযোগী সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি।

তিনি জানান, ইয়াবার আগ্রাসন ঠেকাতে বাংলাদেশের পাশাপাশি মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নিজেদের সীমান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন। তারা বৈঠকে আমাদের আরো আশ্বস্থ করেছেন, মাদক পাচার প্রতিরোধে তারা বাংলাদেশকে যেকোন ধরনের সহযোগীতা প্রদান করবে।

বিজিবি-বিজিপি পতাকা বৈঠকে সীমান্তে সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী একত্রে কাজ করবে বলে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া দুই দেশের সীামন্তরক্ষী বাহিনীর মধ্যে শান্তি,সম্প্রীতি সীমান্তে সুরক্ষা বজায় রাখার পাশাপাশি দুই দেশের সৈনিকদের মধ্যে খেলাধূলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। তবে বিজিবি-বিজিপির এই পতাকা বৈঠকে রোহিঙ্গাদের বিষয়ে কোন ধরনের আলোচনা হয়নি বলে জানান বিজিবি কর্মকর্তা।

এর আগে বৈঠকে অংশ নিতে মিয়ানমারের ১ নম্বর বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্রিগেডিয়ার জেনারেল মিং টু এর নেতৃত্বে সে দেশের ১৪ সদস্যের প্রতিনিধি দল সকাল সাড়ে ৯ টায় টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাটে পৌঁছার পর টেকনাফ বীচ সংলগ্ন হোটেল সেন্ট্রাল রিসোর্টের হলরুমে দুই দেশের পতাকা বৈঠকে যোগ দেয়।

আরও খবর