পণ্যের মান বজায় রাখতে প্রশাসন কাউকে ছাড় দেবেনা : ডিসি কামাল হোসেন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

আগে কক্সবাজারে বিএসটিআই এর নিজস্ব কোন অফিস না থাকায় শুধুমাত্র জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল ও মানহীন পণ্যের বিক্রিকারীর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হতো। এখন কক্সবাজারে একটি বিএসটিআই এর পরিপূর্ণ দপ্তর হয়েছে।

যেখানে কর্মকর্তা ছাড়াও দক্ষ টেকনিশিয়ান, অত্যাধুনিক ল্যাব সহ প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল রয়েছে। কক্সবাজার জেলায় মানহীন ও ভেজাল পণ্য বেচাকেনা নিয়ন্ত্রণে বিএসটিআই কার্যালয়কে আরো বেশী তৎপর হতে হবে। মোবাইল কোর্ট পরিচালনার সময় বিএসটিআই এর প্রতিনিধি থাকতে হবে। পণ্যের মান রক্ষায় কাউকে কোন ছাড় দেওয়া হবেনা। বিসিক কর্মকর্তাদেরকেও একই উদ্যোগ নিতে হবে।

কক্সবাজার জেলা প্রশাসন ও বিএসটিআই কক্সবাজার কর্তৃক ‘বিশ্ব মান দিবস’ ২০১৯ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন একথা বলেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে সোমবার ১৪ অক্টোবর সকালে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, বিএসটিআই এর কক্সবাজার অফিস প্রধান, মুক্তিযুদ্ধা মোহাম্মদ শাহজাহান, জেবর মুল্লুক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর