আবাসিক হোটেল থেকে সাত তরুণ-তরুণী আটক

ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট • খুলনা মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাত জনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

রোববার (১৩ অক্টোবর) বিকেলে সদর থানার বড় বাজারের ডেল্টা এলাকার সোহাগ হোটেল থেকে তাদের আটক করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) ভারপ্রাপ্ত উপ-কমিশনার (সদর) মনিরুজ্জামান মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটর ৩য় আদালত সোপার্দ করা হয়। আদালত হোটেলটির মালিক কমল চক্রবর্তীকে পনের দিনের ও অন্য সব আসামিদেরকে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন

আরও খবর