অসহায় মিজানের জীবন বাঁচাতে সাহায্যের আবেদন

এম.কলিম উল্লাহ •

উখিয়া উপজেলার অন্তর্গত হলদিয়া পালং ইউনিয়নের পৃর্ব মরিচ্যা জামবাগান নিবাসী হতদরিদ্র রাজমিস্ত্রী পিতা, মুসলিম উদ্দিন ও মাতা, জুহুরা খাতুনের ছেলে মোহাম্মদ মিজান (বয়স ১৪) গত ২৮ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার সুপারি গাছ থেকে পড়ে মারাত্মক ভাবে লিভার ও কিডনিতে আঘাতপ্রাপ্ত হয়ে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

দিনমজুর রাজমিস্ত্রি মুসলিম উদ্দিনের ছেলে মোহাম্মদ মিজান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের ২৪ নম্বর ওয়ার্ডে অদ্যবধি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।

হতদরিদ্র মুসলিম উদ্দিনের পক্ষে তার সন্তানের জীবন বাঁচাতে ধার দেনা করে এ পর্যন্ত চিকিৎসা খরচ চালিয়ে আসলেও তাহার পক্ষে সন্তানের চিকিৎসা খরচ চালানো আর সম্ভব না হওয়ায় সমাজের বিত্তশালী, হৃদয়বান, দানশীল ব্যক্তি ও সবার কাছে সাহায্য চেয়েছেন। ডাক্তারের পরামর্শ ক্রমে মিজানের অপারেশন না করালে হারিয়ে যেতে পারে অসহায় পিতার সন্তানের ভবিষ্যৎ।

হলদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব শামসুল আলম এর সাথে যোগাযোগ করা হলে প্রতিবেদককে বলেন আমার ওয়ার্ডের হতদরিদ্র দিনমজুর মুসলিম উদ্দিনের সন্তান মিজানের অ্যাক্সিডেন্টের খবর পেয়েছি। আমি তাহার সুস্থতা কামনা কামনা করছি।

সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে বিনীত অনুরোধ আপনাদের সাহায্যের বিনিময়ে বাঁচতে পারে একটি জীবন, অসহায় দরিদ্র পরিবারের সন্তানের প্রাণ বাঁচাতে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ অথবা বিকাশ পার্সোনাল নাম্বারে সহযোগিতার হাত বাড়ানোর আবেদন করেছেন অসহায় পিতা মুসলিম উদ্দিন।

রোগীর পিতাঃ মুসলিম উদ্দিন–০১৮৬৬১০৪৫৪৯।
আত্মীয়ঃ মোহাম্মদ আলী–০১৮৫০২৬২৬৩১।
বিকাশ পার্সোনালঃ–০১৮৪৫১৯৪৯১৭।

আরও খবর