মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালি ও আলোচনা সভা

মহেশখালী প্রতিনিধি

নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি এই স্লোগানকে ধারণ করে মহেশখালীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৯ র‌্যালি ও আলোচনা সভা।

রবিবার সকাল ১০টায় মহেশখালী উপজেলা নিবাহী অফিসার জামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ¦ আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শরীফ বাদশা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে র‌্যালীতে অংশ গ্রহন করেন উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মাসুদ কুতুবি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস ডিফেন্স এর কর্মকর্তা আল আমিন, সিপিপি উপজেলা টিম লিডার ওসমান সরওয়ার সহ উপজেলা বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন।

আরও খবর