মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং এ নব নির্মিত শহীদ এটিএম জাফর আলম ডায়াবেটিক ও কমিউনিটি হাসপাতাল আগামী মঙ্গলবার ১৫ অক্টোবর উদ্বোধন করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব ও হাসপাতাল ট্রাস্টি বোর্ডের সভাপতি মোহাম্মদ শফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটি উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট নিশ্চিত করেছেন।
.
২০১৭ সালের জানুয়ারি মাসে এ আধুনিক হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৯ সালের জুন মাসে সম্পন্ন হয়। ৫ তলা বিশিষ্ট সুরম্য ডায়াবেটিক ও সাধারণ চিকিৎসার ব্যবস্থা রয়েছে। হাসপাতালে ইতিমধ্যে অত্যাধুনিক বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম, ল্যাব ও অন্যান্য যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। এছাড়া রোগীদের জন্য সার্বক্ষণিক এম্বুলেন্স সুবিধা নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, উখিয়ার হলদিয়া পালং এর কৃতি সন্তান, সিএসপি চাকুরীতে উত্তীর্ণ হওয়া এটিএম জাফর আলম স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলে পাকিস্তান হানাদার বাহিনীর বুলেটে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এই শহীদ এটিএম জাফর আলম সিএসপি বর্তমান সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমের ভাই।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-