আবদুল্লাহ আল আজিজ •
উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৮৭৫ পিস ইয়াবাসহ ১ রোহিঙ্গাকে আটক করেছে নবগঠিত র্যাব-১৫।
১২ অক্টোবর বালুখালী উখিয়ার ঘাটস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রোহিঙ্গা বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ এর মৃত দ্বীন মোহাম্মদের পুত্র মোঃ হোসাইন (২৫)।
র্যাব ১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, উখিয়ার বালুখালী উখিয়ার ঘাটস্থ (কাস্টমস অফিস) ক্যাফে হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাদক ব্যবসায়ী অবস্থান করছে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ এর মৃত দ্বীন মোহাম্মদের পুত্র মোঃ হোসাইন (২৫)কে আটক করা হয়। এইসময় ৭ হাজার ৮৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ইয়াবার বাজারমূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
আটক আসামীকে ইয়াবাসহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-