হ্নীলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ও কাউন্সিলে বক্তারা

স্বেচ্ছাসেবক লীগকে শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করতে হবে

সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, হ্নীলা ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

১১ অক্টোবর শুক্রবার বিকালে হ্নীলা বাসষ্টেশনের ছৈয়দ উল্লাহ মার্কেট চত্বরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, টেকনাফ উপজেলা শাখার অাওতাধীনে হ্নীলা ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সংগঠনের আহবায়ক ওয়াজ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

হৃীলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত সম্মেলনের শুভ উদ্বোধন করেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আলহাজ¦ আব্দুর রহমান বদি।
বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহিম উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে ছিলেন- কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। বিশেষ বক্তা ছিলেন- টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মিজান,কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন রানা, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খোকন।

সম্মানিত অতিথি ছিলেন, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের মেম্বার শাহ আলম।

অন্যান্যদের বক্তব্য রাখেন-উপজেলা ওলামা লীগের সভাপতি ক্বারী ফরিদুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক রহমত উল্লাহ, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, সাবরাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল মতলব, হোয়াইক্যং দক্ষিণ শাখার সভাপতি সিরাজুল মোস্তফা, টেকনাফ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্নআহবায়ক পংকজ শর্মা, হ্নীলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্নআহবায়ক মহি উদ্দিন, সাদ্দাম হোসেন, সদস্য মোঃ ইব্রাহীম সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।

এতে বক্তারা বলেন- বাংলার মাটি ও মানুষের প্রিয় ঠিকানা জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে গড়ে উঠার আহবান জানানো হয়। সভাশেষে ২য় পর্যায়ে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত সকলের সম্মতিক্রমে ওয়াজ করিম সভাপতি, সহসভাপতি জেকে রাসেল, মুফিদুল ইসলাম, রাশেদুল ইসলাম সিকদার সাধারণ সম্পাদক, যুগ্নসাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম, মহিউদ্দিন, রফিকুল ইসলাম, জাকের হোসেন সাংগঠনিক সম্পাদক করে হ্নীলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠিত হয়।

আরও খবর