গিয়াস উদ্দিন ভূলু •
টেকনাফ র্যাব-১৫ সদস্যরা একটি বসত-বাড়িতে তল্লাশী করে বিপূল পরিমাণ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকা টাকা দেশীয় তৈরী অস্ত্রসহ ফাতেমা নামে এক মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।
তথ্য সূত্রে জানা যায়,১২ অক্টোবর ভোর রাত সাড়ে ৪টায় দিকে টেকনাফে দায়িত্বরত র্যাব-১৫, সদস্যরা টেকনাফ সদর ইউপি হাতিয়ার ঘোনা এলাকার মাদক কারবারে জড়িত গফুরের বাড়িতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৬২ হাজার ৪শ পিস ইয়াবা,নগদ ৭ লক্ষ, ৭০হাজার টাকা,১টি মোটর সাইকেল, ২টি মোবাইল,২টি সীমকার্ড,১টি ম্যাগজিন,৩ রাউন্ড গুলি এবং ২টি রামদা উদ্ধার করে এই সময় নিজ হেফাজতে মাদক মওজুদ রাখার দায়ে মোঃ গফুরের স্ত্রী ফাতেমা (৪০) কে আটক করে র্যাব।
সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ টেকনাফ শাখার কর্মরত ইনচার্জ লে.মির্জা শাহেদ মাহতাব জানান,আটক মহিলার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের পৃথক ২টি মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-