ময়মনসিংহে ইয়াবা পাচার: টেকনাফের আয়েশার পেটে মিলল দুই হাজার ইয়াবা

ডেস্ক রিপোর্ট • ময়মনসিংহে বিশেষ পদ্ধতিতে পেটের ভেতরে পুটলি বানিয়ে ইয়াবা পাচারকালে আয়শা সিদ্দিকা (২৮) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়ন্দা পুলিশ (ডিবি)। আটক নারী কক্সবাজারের টেকনাফ উপজেলার হুয়াইকং এলাকার বাসিন্দা।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক নারী পেটের ভেতরে ইয়াবা নিয়ে পাচার করছিলেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় শহরের দিঘারকান্দা এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় দিঘারাকান্দা বাইপাস মোড়ের রেজা সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে থেকে ওই নারী মাদক বিক্রেতাকে দুই হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

আরও খবর