এম.জিয়াবুল হক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আজিজনগর কলাতলি এলাকায় কক্সবাজারমুখি একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ আসিফ (২৩) নামের ট্রলি চালক ও মামুনর রশিদ (২২) নামের ট্রলি আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর কলাতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ পেকুয়া উপজেলার উত্তর মেহেরনামা গ্রামের নুরুল আবছারের ছেলে এবং অপর নিহত মামুনর রশিদ একই উপজেলার তেলিয়াকাটা এলাকার আবদুল খালেকের ছেলে । নিহতের স্বজনরা জানান, হতাহতরা সবাই পেশায় টিউবঅয়েল শ্রমিক। সকালে তারা ওয়াশার মেশিন নিয়ে পেকুয়া থেকে পদুয়া যাবার পথে আজিজনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় পতিত হয়।
দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি (ইনচার্জ) মাহবুব আলম। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে পেকুয়া থেকে পাইপ ভর্তি একটি ট্রলি মহাসড়কের হারবাং কলাতলি এলাকায় পৌছলে কক্সবাজারগামী একটি কাভার্ডভ্যান ট্রলিকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হয় ট্রলি চালক আসিফ। এসময় গুরুতর আহত হয় ট্রলির আরোহী মামুনর রশিদ ও জাহাগীর আলম নামের দুইজন। আহত জাহাঙ্গীর আলমের বাড়ী মেহেরনামা এলাকায়।
তিনি বলেন, ওইসময় আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত মামুনর রশিদকে আশাঙ্খাজনক অবস্থ্ায় চট্টগ্রামের লোহাগাড়া হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় । কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া নিহত দুইজনের লাশ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-