উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড ঘিলাতলি এলাকার প্রবিণ মুরব্বি জনাব রশিদ আহমদ দীর্ঘদিন ধরে খাদ্যনালীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি উখিয়া সিএনজি স্টেশনের পাশে পানের দোকান করতেন বলে জানায় তাঁর পরিবার। চট্টগ্রামের পাঁশলাইশে অবস্হিত ডেল্টা হাসপাতালে গত ৮/১০/১৯ তারিখ সকালে তাঁর অপারেশন হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থা প্রতিকূলে থাকায় বিগত ৪৮ ঘন্টা যাবৎ আইসিওতে রয়েছেন তিনি।ডেল্টা হাসপাতালের ৪র্থ তলার ৪ নাম্বার বেডে রয়েছেন তিনি।
তাঁর পরিবারের সাথে কথা বলে জানা যায়, এই পর্যন্ত ২ লক্ষের কাছাকাছি বিল এসেছে ডেলটা হাসপাতালে। এছাড়াও অপারেশন বাবদ খরচসহ তাঁর পরিবার এই পর্যন্ত ৩ লক্ষের কাছাকাছি টাকা খরচ করে ফেলেছেন।
কিন্তু রোগি যেহেতু এখনো আইসিওতে অবস্থান করছে সেহেতু আরো ২/৩ লক্ষ টাকা প্রয়োজন বলে জানান ক্যান্সারে আক্রান্ত রশিদ আহমদের পরিবার।
কিন্তু রোগির নিম্নবিত্ত পরিবারের পক্ষে এই টাকা জোগাড় করার মত সার্মথ্য নাই।অসুস্থ এই মানুষটির জন্য সমাজের বিত্তবান, শিক্ষিত, দানবীর ব্যক্তিদের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন করছেন পরিবারটি।
সাহায্য প্রার্থনায় ও যোগাযোগের জন্য:
রশিদ আহাম্মেদের ছেলে,
১. ফারুক 01828779971
২. আনোয়ার হোসেন ভুট্টো 01835642000
৩. ইসমাইল 01836538389
বিকাশে আর্থিক সহযোগিতা পাঠাতে….
01825299222 মোঃ তোফাইল আহমদ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-