গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল :
টেকনাফ সাগর উপকূল দিয়ে আবারও অবৈধ পথে মালয়েশিয়া পাচারের চেষ্টা করছে মানব পাচারে জড়িত দালাল চক্রের সদস্যরা। এদিকে তাদের ঘৃর্ন্য অপচেষ্টা প্রতিরোধ করার জন্য সজাগ রয়েছে টেকনাফ উপজেলার সচেতন সমাজের ব্যাক্তিরা। সেই ধারাবাহিকতায় সাগর উপকুল ব্যবহার করে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় শাপলাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা স্থানীয় জনতার সহযোগীতায় ১১জন নারী-পুরুষকে উদ্ধার করা হয়েছে।
তথ্য সূত্রে জানা যায়, ৯ অক্টোবর রাতের প্রথম প্রহরে টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূলীয় জুমপাড়া মেরিন ড্রাইভ পয়েন্ট দিয়ে কিছু রোহিঙ্গা নারী-পুরুষ অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া গমন করার চেষ্টা করছে। সেই গোপন সংবাদের তথ্য অনুযায়ী,স্থানীয় চৌকিদার এবং অত্র এলাকার জনসাধারণের সহযোগীতায় উখিয়া উপজেলায় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত ১১জন মালয়েশিয়া গামীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।আটককৃতরা হচ্ছে,উখিয়া উপজেলার ১৮নং রোহিঙ্গা ক্যাম্পের কে-ব্লকের ২০৫৬১৮ নং ঘরের বাসিন্দা আব্দুল ফয়েজের পুত্র মোঃ রাফিউল কাদের (২১), এল-ব্লক-১৮ এর ২৭২২৯১ নং ঘরের বাসিন্দা আব্দুর রফিকের পুত্র মোঃ ইলিয়াস ওরফে রিয়াজ (১৬), ক্যাম্প-৪ এর ব্লক-সি-২৮ এর ২৭০৮৫৬ নং ঘরের বাসিন্দা ইমাম হোসেনের পুত্র মোঃ আইয়ুব (১৮), ১৩নং ক্যাম্পের ব্লক-সি-২৭ এর বাসিন্দা নুর হোসেনের পুত্র আমির হাকিম (১৩), ক্যাম্প-৪ এর ব্লক-সি-২৮ এর বাসিন্দা ওবাইদুল হকের পুত্র মোঃ ইলিয়াস (২০), ক্যাম্প-১৩ এর ব্লক-সি-২৭এর ২১১৭৭৬নং ঘরের বাসিন্দা মোঃ হারুনের পুত্র ইব্রাহিম (১৭), ক্যাম্প-১৩এর ব্লক-সি-২৭এর বাসিন্দা মোঃ নুরের পুত্র জানে আলম (৮), ২৭নং ক্যাম্পের জুবাইর মাঝির অধীনে ২৭৫২৪০নং ঘরের নজির আহমদের মেয়ে আরেছা বিবি (২১), জামতলী ক্যাম্পে মৌলভী আবুল বশরের ঘরে অবস্থানকারী মোঃ কবিরের মেয়ে তসলিমা (১৫), ১৮নং ক্যাম্পের ব্লক-কে-৮ এর ১৯৩২৩০ নং ঘরের বাসিন্দা আলী জোহারের মেয়ে হারিদুর ইয়াসমিন (১৯) এবং ক্যাম্প-১৩ এর ব্লক-এ-১১ এর ২০৩৮৯৭ নং ঘরের বাসিন্দা মোঃ হোছনের মেয়ে জাহেরা (১৭) কে আটক করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে বাহাছড়া পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, টেকনাফ সীমান্ত উপকুল থেকে মানব পাচার প্রতিরোধ করার জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন এনজিও সংস্থার ব্যাপক প্রচারণা অব্যহত থাকার পরও মানব পাচার জড়িত দালাল চক্রের সদস্যরা ঘৃণ্য মানব পাচারে লিপ্ত রয়েছে। তাদের সেই অপচেষ্টা প্রতিরোধ করার জন্য আমাদের পুলিশ সদস্যরা সদা প্রস্তুত রয়েছে।
তিনি আরো বলেন,মানবপাচারে জড়িত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-