বৃহস্পতিবার ‘বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম ফুটবল টুর্নামেন্ট’ শুরু

প্রেস বিজ্ঞপ্তি:

বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে মাঠে গড়াচ্ছে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের আয়োজনে ‘বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম ফুটবল টুর্নামেন্ট’।

কক্সবাজারের সাংবাদিক জগতের উজ্জল নক্ষত্র দৈনিক কক্সবাজারের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলামের নামে অনুষ্ঠিত হতে যাওয়া উক্ত টুর্নামেন্টে কক্সবাজারে কর্মরত পেশাদার সাংবাদিকরা অংশগ্রহণ করছেন। ‘এ’ ‘বি’ ‘সি’ ও ‘ডি’ চারটি দলে বিভক্ত হয়ে প্রতি দলে মোট ১০ জন করে খেলোয়াড় থাকবে।

আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১.৩০ মিনিটে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট উদ্বোধন করবেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, দৈনিক প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক হাসানুর রশিদ, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার শাখার সভাপতি মাহবুবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম ফুটবল টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক যমুনা টিভির সাংবাদিক ইমরুল কায়েস।
রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচএম নজরুল ইসলামের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হবে শনিবার (১২ অক্টোবর) বিকাল ৩ টায়।

এতে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমেদ প্রমুখ।

উক্ত ফুটবল টুর্নামেন্টের প্রতিটি খেলা সবাইকে উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আজিম নিহাদ।

আরও খবর