কক্সবাজার-টেকনাফ সড়কে বাস থেকে ইয়াবা উদ্ধার, আটক ১

শহিদ রুবেল

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযানে বাস থেকে ৯৮০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টার দিকে এই অভিযান চালানো হয়।

হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের এসআই মোঃ আব্দুল করিমের নেতৃত্বে চট্রগ্রামগামী সৌদিয়া বাস (চট্টঃমেট্রো-ব-১১- ০২৩৬) এর যাত্রী মোঃ আজম(২০) এর দেহ তল্লাশী করে ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আসামী ও উদ্ধারকৃত ইয়াবাসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

রামু থানার ওসি আবুল খায়ের আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও খবর