শহিদ রুবেল •
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযানে বাস থেকে ৯৮০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টার দিকে এই অভিযান চালানো হয়।
হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের এসআই মোঃ আব্দুল করিমের নেতৃত্বে চট্রগ্রামগামী সৌদিয়া বাস (চট্টঃমেট্রো-ব-১১- ০২৩৬) এর যাত্রী মোঃ আজম(২০) এর দেহ তল্লাশী করে ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আসামী ও উদ্ধারকৃত ইয়াবাসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
রামু থানার ওসি আবুল খায়ের আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-