নামাজে সেজদা অবস্থায় মাদরাসা ছাত্রের মৃত্যু

নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ছাত্র আবদুল আজিজ।

গতকাল জোহরের নামাজের দ্বিতীয় রাকাতে সেজদারত অবস্থায় জামিয়া ইসলামিয়া মোজাফফারুল উলুম মুরাদনগর মাদরাসার কাফিয়া জামাতের ছাত্র আজিজ মৃত্যুবরণ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৭ বছর।

আজিজের গ্রামের বাড়ি মুরাদনগরের কামারচরে। বাবা আমীর হোসেন। পরিবারে দুই ভাই ও চার বোনের মাঝে আজিজ মাদরাসায় পড়াশোনা করত। বাদ মাগরিব জানাজা শেষে গ্রামের কবরস্থানে আজিজের লাশ দাফন করা হয়। নামাজরত অবস্থায় আজিজের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাদরাসার পরিচালক মুফতি আমজাদ হোসাইন বলেন, আজিজ ছিল খুবই ভদ্র ছেলে। পড়াশোনার প্রতি তার দারুণ আগ্রহ ছিল। সব ওস্তাদই ছেলেটিকে ভালোবাসতেন। তিনি আজিজের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করেন।

আরও খবর