কক্সবাজার থেকে যাওয়া পাঁচজনের পেটে ৬ হাজার ইয়াবা!

চট্টগ্রাম : কক্সবাজার থেকে আসা পাঁচ যুবককে কর্ণফুলীতে আটকের পর তাদের পেটে পাওয়া গেছে ৬ হাজার ১০০ পিস ইয়াবা। কর্ণফুলী থানা পুলিশ রবিবার রাতে তাদের গ্রেপ্তার করে।

বিশেষ কায়দায় পাঁচজন ইয়াবা চালান নিয়ে যাচ্ছিল ঢাকায়।

সূত্র জানায়, রবিবার রাতে কক্সবাজার থেকে ভ্রমণশেষে কয়েকজন চট্টগ্রাম যাচ্ছিলেন। মইজ্জ্যেরটেক এলাকায় তাদের মধ্যে পাঁচজনকে সন্দেহ হলে আটক করা হয়। তাদের শরীর তল্লাশি করে কিছু না পেলেও পুলিশের সন্দেহ কাটেনি। জিজ্ঞাসাবাদের পাশাপাশি পুলিশ তাদের এক্স-রে করালে ধরা পড়ে ইয়াবার অস্তিত্ব। টেপ মোড়ানো অবস্থায় পেটের ভিতরে রাখা ছিল ইয়াবা। এরপর বিশেষ কৌশলে বের করা হয় ইয়াবার চালান।

গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী আবু সাঈদের (২২) বাড়ি মাদারীপুরে। তার পিতা মৃত আবদুর রশিদ।

নিলয় পাটোয়ারীর (২৩) বাড়ি গাজীপুরে। তার পিদা মৃত জয়নাল আবেদীন। তাদের সাথে গ্রেপ্তার করা হয় গাজীপুরে জহিরুল ইসলামের পুত্র জোবায়ের আল মাহমুদ ফাহিম (২০), ঢাকা বনানীর মো. জাহাঙ্গীর আলমের পুত্র রবিউল ইসলাম রাব্বি (১৮) ও একই এলাকার ওয়াজ উদ্দিন শেখের পুত্র মো. আশরাফ হোসেন শেখকে (২০)।

কর্ণফুলীর শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন জানান, ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে। মামলার পর তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর