
মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান)
বান্দরবানের লামা উপজেলায় একটি দেশীয় তৈরি পিস্তল ও ধারালাে চুরি সহ আবুল হােসেন (৩২) নামের এক মিয়ানমার
নাগরিককে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (০৭ অক্টোবর) ভোর ৬টায় উপজেলার সরই ইউনিয়নের লুলাইং মুখ বাঙ্গালী পাড়া হতে তাকে আটক করা হয়।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লামা উপজেলাস্থ লুলাইং আর্মি ক্যাম্পের একটি সেনা টিম দেশীয় তৈরী ১টি পিস্তল ও ১টি ২০ ইঞ্চি চুরি সহ একজন রোহিঙ্গাকে আটক করে। আটক
আটক মোঃ আবুল হোসেন (২৬) পিতা- মোঃ সাহাবুদ্দিন সরই ইউনিয়নের লুলাইং মুখ বাঙ্গালী বাজার পাড়ার বসবাস করত। সে রোহিঙ্গা ক্যাম্প হতে পালিয়ে এসে নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। বিকেল ৪টায় অস্ত্র সহ রোহিঙ্গা যুবককে লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অস্ত্র সহ রোহিঙ্গা যুবককে থানায় হস্তান্তরের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-