কক্সবাজারে বিয়ের এক বছর পর স্ত্রীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার সদরের ঝিলংজা ইউপির লাহার পাড়ার ১ নং ওয়ার্ডের দোলোয়ার হোসাইনের পুত্র জসিম উদ্দীন কে ভালবেসে ২০১৮ সালে বিয়ে করেন পৌরসভার ১০ ওয়ার্ডের দুলাল মিস্ত্রির কন্যা রোকসেনা আকতার (চুনচুরি) কে। এরই মধ্যে তাদের সংসার আলোকিত করে আসে আফসান উদ্দীন শামীম নামের এক পুত্র সন্তান। বিয়ের পরে রেশমিন জানতে পারে তাঁর স্বামী মাদকাসক্ত ও সে চিহ্নিত ইয়াবা ডন কবিরের সহযোগী হয়ে কাজকরে। ১ম সন্তান হওয়ার পরেই তাদের সংসারে কলহ সৃষ্টি হয়। কারণে অকারণে তাকে মারপিট করে যা পরবর্তীতে মামলায় গড়ায় মামলা করে।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তির মধ্যস্ততায় সেই মামলা আপোষ দিতে ৭ অক্টোবর কক্সবাজার আদালতে আসে নিহত রোকসানা, এর পরদিনই তাকে পিটিয়ে হত্য করা হয় বলে জানান নিহতের বাবা দুলাল মিয়া।

তিনি জানান,জসিম উদ্দিন এবং তার মা নুরী বেগম সব সময় আমার মেয়েকে নির্যাতন করতো। আজ ৮ অক্টোবর সকালে আমাকে মোবাইল ফোনে খবর পেয়ে হাসপাতালে গিয়ে শুনি আমার মেয়ে আর বেঁচে নেই। হত্যাকান্ডের জন্য তিনি মেয়ের শশুর বাড়ির লোকজনকে দায়ি করেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে নিহতের শরীরে এবং গলায় নির্যাতনের দাগ রয়েছে।

আরও খবর