আবদুল্লাহ আল আজিজ•কক্সবাজার জার্নাল
উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্টান থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিকারুজ্জামান চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার ব্যস্ততম স্টেশন সোনারপাড়া জব্বারিয়া হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় তিনি সোনারপাড়া বাজারের বিভিন্ন মুদির দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য আছে কিনা তা দেখেন ও পণ্যের বাজারমুল্য যাচাই করেন ও হোটেল গুলোর খাবারের মান যাচাই করেন।
এছাড়াও লাইসেন্স বিহীন ও অতিরিক্ত ভাড়া আদায় এবং যত্রতত্র গাড়ি পার্কিং করার অপরাধে সিএনজি চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আটক করে থানায় সোপর্দ করা হয়।
ভুক্তভোগী জনসাধারণ উপজেলা নির্বাহী অফিসারের এ অভিযানকে সময়োপযুগী সিদ্ধান্ত মনে করে সাধুবাদ জানিয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-