ডেস্ক রিপোর্ট • চাঁদপুরের বড় স্টেশনে বজ্রপাতে একই পরিবারের মা-মেয়ে ও নাতি-নাতনির মৃত্যু হয়েছে। রোববার (৬ আক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অহিদা বেগম (৬৫), তার মেয়ে রেহানা বেগম (৩৫) এবং তার নাতি সাব্বির (১৪) ও সামিয়া (১০)। নিহতদের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনায়। তারা চাঁদপুরে ঘুরতে আসেন। নিহতদের মরদেহ চাঁদপুর সরকারি জেলা হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে কারও হাত নেই। নিহতদের পরিবারকে ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অহিদা বেগমের বাড়ির কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায়। মেয়ে রেহানা বেগম এর স্বামীর বাড়ী চাঁদপুরের কচুয়া উপজেলার আন্দির পাড় এলাকায়।
নিহত অহিদা বেগমের মেয়ে আহত শাহিদা বেগম বলেন, ‘আমরা পরিবারের সাতজন ছিলাম। তিনজন প্রাণে বেঁচে যাই।’
স্থানীয়রা জানান, হঠাৎ বৃষ্টির মধ্যে বজ্রপাতে আমরা আহত হই। স্থানীয় লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সুজা উদ দৌলা চারজনকেই মৃত ঘোষণা করেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিহত চার জনের মরদেহ বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রয়েছে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-