আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রে লোহার পাইপের আঘাতে চার জনকে পিটিয়ে হত্যা করেছে এক যুবক। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক টাইমস জানায়, চায়নাটাউন এবং লোয়ার ইস্ট সাইডে হামলাগুলো হয়। প্রায় তিন ফুট লম্বা একটি লোহার পাইপ দিয়ে ওই ব্যক্তিদের মাথায় আঘাত করা হয়।
এক গোয়েন্দা কর্মকর্তা জানান, সম্ভবত হামলাকারী নিজেও গৃহহীন এবং কোনো কিছু বিচার না করেই তিনি একের পর এক মানুষ হত্যা করে গেছেন।
সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। নিহত সবাই গৃহহীন ছিল এবং ঘুমন্ত অবস্থায় তাদের উপর আক্রমণ করা হয় বলে ধারণা করছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, কী কারণে এ হামলা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। আটক সন্দেহভাজন হামলাকারীর নাম এখনো প্রকাশ করা হয়নি। তার বয়স ২৪ বছর।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-