গিয়াস উদ্দিন ভূলু,কক্সবাজার জার্নাল
টেকনাফ র্যাব সদস্যদের অভিযানে একটি ভাড়া বাসা থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মহিলাকে আটক করতে সক্ষম হয়েছে।
তথ্য সূত্রে জানা যায়, ৫ অক্টোবর বিকাল সাড়ে ৩টার দিকে র্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পে দায়িত্বে থাকা র্যাব সদস্যরা গোপন সংবাদের তথ্য অনুযায়ী টেকনাফ পৌরসভা পুরান পল্লান পাড়া এলাকায় জনৈক রাশেদ মুন্সীর ভাড়া বাসায় বসবাসরত মৃত ছলিমের স্ত্রী রশিদা (৪২) ও কে কে পাড়া হোসেন আলীর স্ত্রী তৈয়বা বেগম (৩৮) এর কক্ষে তল্লাশী চালিয়ে পাচারের জন্য মওজুদ করে রাখা ১০ কেজি গাঁজাসহ এই দুই মহিলাকে আটক করা হয়।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ টেকনাফে দায়িত্বে থাকা কর্মকর্তা লে.মির্জা শাহেদ মাহতাব বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার পর টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-