ই-সিগারেটের ক্ষতিগুলো জানা আছে তো!

তরুণদের অনেকেই আজকাল সিগারেটের বিকল্প হিসেবে কিংবা সিগারেট ছাড়তে হাতে তুলে নিয়েছে ই-সিগারেটের এই ডিজিটাল ভ্যাপিং ব্যবস্থা।

ই-সিগারেট তামাকবিহীন হলেও এর রয়েছে নানা ক্ষতিকরক দিক। বিশেষজ্ঞরা বলেন:  

•    ই-সিগারেটের কার্সিনোজেনিক রাসায়নিক পদার্থ ক্যান্সারে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ

•    রোগ-প্রতিরোধকারী কোষ অকার্যকর হয়ে ফুসফুসের রোগ ও শ্বাসযন্ত্রে ইনফেকশন হতে পারে  

•    সাধারণ সিগারেটের মতোই ই-সিগারেটেও থাকে ক্ষতিকারক নিকোটিন। তাই নেশা হতে পারে। শুধু তাই নয় গাঁজা ও কোকেনসহ এ জাতীয় মাদকের প্রতি আসক্তি বাড়াতে পারে এটি

আরও খবর