গিয়াস উদ্দিন ভূলু• কক্সবাজার জার্নাল :
টেকনাফ হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুই ডাকাত দলের সাথে গোলাগুলি সংঘটিত হয়েছে। সংঘটিত এই ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়,সকাল ১১টায় হ্নীলা ইউনিয়ন নয়াপাড়া ২৬নং শরণার্থী ক্যাম্প সংলগ্ন লেদা নুরালী পাড়া পাহাড়ী এলাকার বেলা কাদেরের পুত্র নুরুল ইসলাম প্রকাশ ডাকাত নুরু ছালাম,নুর ডাকাত,আমিন ডাকাত, নুরুল ইসলাম ওরফে ধইল্যা ডাকাত গ্রুপের সাথে নুর আলীর পুত্র সন্ত্রাসী হাছন গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
উক্ত ঘটনায় স্থানীয় ফজু আহমদ বৈদ্যের পুত্র রবিউল আলম (৩০), মোঃ হাছনের পুত্র ছৈয়দ নুর (২৬) ও মৃত লাল মিয়ার পুত্র সরু হোছন (৩৭) গুলিবিদ্ধ হয়।
স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে।গুলিবিদ্ধ আহত তিন জনের মধ্যে রবিউল আলমের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার (ওসি অপারেশন) রাকিবুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয়দের কাছ থেকে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে ঐ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওয়তাই নিয়ে আসা হবে।
স্থানীয়দের কাছ থেকে তথ্য সুত্রে আরো জানা যায়,
পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কবর স্থানের ড্রেইন নির্মাণ কাজ হতে ডাকাত নুরু ছালাম গং ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। তা দিতে অস্বীকার করায় দু‘পক্ষের মধ্যে গোলাগুলি সংঘটিত হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-