চকরিয়ায় ৪৬টি পূজা মন্ডপের নিরাপত্তায় কঠোর নির্দেশনা

এম.মনছুর আলম, চকরিয়া

চকরিয়ায় উপজেলার ৪৬ টি শারদীয় দুর্গা পূজা মন্ডপে আইন শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখতে চকরিয়া থানা পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে চকরিয়া থানা কম্পাউন্ড মাঠে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো. মতিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দূর্গাপুজা মন্ড়পে সার্বিক নিরাপত্তার বিষয়ে এ ব্রিফিং করেন।

এসময় প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো. মতিউল ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যেশে বলেন, পূজা মন্ডপে ইভটিজিং, মাদক রোধ ও আইন শৃংখলা রক্ষায় পুলিশ এবং আনসার সদস্যদের কড়া নির্দেশ দেয়। মন্ডপে কোন ধরণের অপরাধ ও বিশৃঙ্খলা দেখা গেলে সাথে সাথে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশ প্রদান করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে উপজেলার ১০টি ইউনিয়নে ৪৬টি পুজা মন্ড়পে ২৫০ জন আনসার ও ৬৬ জন পুলিশ সদস্য মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মন্ড়পে সার্বিক নিরপত্তার জন্য কাজ করে যাবে বলে সূত্রে জানাগেছে।

ব্রিফিং প্যারেডে এসময় উপস্থিত ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম সফিকুল আলম চৌধুরী, থানার অপারেশন অফিসার (এস আই) রুহুল আমিন প্রমূখ।

আরও খবর