কক্সবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসন

সাইফুল ইসলাম• কক্সবাজার জার্নাল

শারদীয় দূর্গাপূজা চলাকালিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ।

৪ অক্টোবর (শুক্রবার) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসেদুর রহমান মোল্লা’র নেতৃত্বে শহরের বিভিন্ন দূর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেন তারা । এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম মাহফুজুর রহমান, দূর্গাপূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মাসহ অন্যান্যরা।

মন্ডপ পরিদর্শনকালে পূজার সময় সকল ধর্মের অনুসারীদের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবার প্রতি আহবান জানান অতিরিক্ত জেলা প্রশাসক মাসেদুর রহমান মোল্লা।

এছাড়া কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানও স্ব-স্ব ওয়ার্ডের কাউন্সিলর ও পূজা কমিটির নেতাদের সাথে যোগাযোগ করে মন্ডপগুলোর বিষয়ে সার্বক্ষনিক খোঁজ-খবর রাখছেন।

আরও খবর