ডেস্ক রিপোর্ট• হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মো. শাকিল মিয়া (২৫) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার থেকে একটি উড়োজাহাজে করে ঢাকায় আসে আটক মো. শাকিল মিয়া। তার সন্দেহজনক চলাফেরা অনুসরণ করে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। শাকিলের সঙ্গে কথা বললে পুলিশ সদস্যদের বিভ্রান্তিকর ও সন্দেহজনক তথ্য দেয়।’
আলমগীর হোসেন আরও বলেন, ‘পরবর্তীতে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। তখন সে স্বীকার করে তার পাকস্থলীতে ইয়াবা বহন করছে। যার বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা। তার পাকস্থলী থেকে ১৮ ঘণ্টা চেষ্টা করে ২ হাজার ৩০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।’
তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে কক্সবাজারের টেকনাফের আবিরের কাছ থেকে সে এই ইয়াবা সংগ্রহ করেছে। পারভেজ নামে এক মদক ব্যবসায়ীর অর্থায়নে এই ইয়াবা বহন করছিল।’
শুক্রবার তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-