বাসে ব্যাগ ভর্তি ইয়াবা, মালিক উধাও!

সাদী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে শপিং ব্যাগে থাকা ৩হাজার ১৯৮টি ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে ওই ব্যাগের মালিককে ধরা যায়নি।

শুক্রবার দুপুর ১২টার দিকে কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি বকশিগঞ্জের কামালপুর এলাকায় এলে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন বিজিবির সদস্যরা।

কামালপুর বিওপির বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুর রাজ্জাক বাংলাদেশ জার্নালকে জানান, গোপনে সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের রৌমারী থেকে সাদী পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। বাসটি কামালপুর বাজার মোড়ে এলে এটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় বাসের ভেতর একটি শপিং ব্যাগে ৩হাজার ১৯৮টি ইয়াবা পাওয়া যায়। তবে এই শপিং ব্যাগের মালিককে পাওয়া যায়নি।

আরও খবর