নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের রামু উপজেলায় সড়ক দূর্ঘটনায় ৭জন আহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার হিমছড়ি এলাকায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে। সংবাদকর্মী আবদুল জাব্বার এই খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ (শুক্রবার) সকালে টেকনাফ থেকে কিছু যাত্রী সিএনজি করে কক্সবাজার দিকে যাচ্ছিলেন। পথে সিএনজির পিছন থেকে দ্রুতগামী আসা ট্যুরিস্ট জীপগাড়িকে সাইড দিতে গিয়ে হিমছড়ি এলাকায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে সিএনজির বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল মুখোমুখি ধাক্কা লাগলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার সম্মুখীন হয়। এতে সিএনজিতে থাকা শিশুসহ ৬জন ও মোটর সাইকেল চালক আহত হন।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্য একজনের অবস্থা আশংকাজনক।
তিনি আরো জানান, দ্রুতগামী আসা ট্যুরিস্ট জীপ গাড়িটির কারণে দূর্ঘটনা হওয়ায় জীপ গাড়িটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-