যুগ সন্ধিক্ষণের মহাপুরুষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের আর নেই

কনক বড়ুয়া • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক একুশে পদক প্রাপ্ত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহসভার প্রাত্তন সভাপতি, দক্ষিণ চট্টলার আঞ্চলিক সংঘনায়ক, মায়ানমার সরকার কর্তৃক রাষ্ট্রীয় মর্যাদায় অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ উপাধিতে বিভূষিত, বহু ভাষাবিধ, বৌদ্ধা পন্ডিত, বিষিষ্ট মুক্তিযোদ্ধা, বর্তমান যুগসন্ধিক্ষণের মহাপুরুষ, বিনয় আচার্য পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের মহোদয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।( আনিচ্ছা বথ সংকখারা…)।

৩ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) এ চিকিৎসাধীন অবস্থায় পূজ্য ভান্তে পরলোক গমন করেন। পরলোক গমন কালে ভান্তের বয়স হয়েছিল ৯১ বছর।

উল্লেখ্য, ভান্তে ২০১২ সালে বাংলাদেশ সরকার কর্তৃক দেশের অন্যতম মর্যদাপূর্ণ পুরস্কার একুশে পদক লাভ করেন। অধ্যক্ষ পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরো একই বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসাবে কয়েকটি দেশ সফর করেন।

আরও খবর