ডেস্ক রিপোর্ট • কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহম্মদ চৌধুরী ও বর্তমান সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমার ছেলে রাকিন আহমেদ চৌধুরীকে ব্যাভিচারের দায়ে দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এ রায় দেন। রাকিন পলাতক রয়েছেন।
চট্টগ্রামের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ সমকালকে বলেন, জনৈক ফয়সাল বিন ফিরোজের স্ত্রীকে নিয়ে পালিয়ে যান রাকিন আহমেদ চৌধুরী। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ সর্ম্পক ছিল। বিবাহিত হওয়ার পরও ফয়সালের স্ত্রীর সঙ্গে সর্ম্পক চালিয়ে যাওয়ায় রাকিনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে ব্যাভিচারের মামলা করেন ফয়সাল। ২০১৪ সালের ১০ এপ্রিল চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। এরপর দুই জনের সাক্ষ্য শেষে বৃহস্পতিবার চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত রাকিন আহমেদ চৌধুরীকে দুই বছরের কারাদণ্ডে দন্ডিত করেন। আসামি রাকিন পলাতক রয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-