সিলিন্ডারের আগুলে পুড়ল যৌনপল্লীর ৩০ ঘর

ডেস্ক রিপোর্ট • টাঙ্গাইল শহরের কান্দাপাড়া যৌনপল্লীতে বৃহস্পতিবার দুপুরে সিলিন্ডারের আগুনে ৩০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগীরা জানায়, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। আগুন মুহূর্তেই আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

যৌনপল্লীর নেত্রী মনোয়ারা বেগম জানান, কিছু বুঝে উঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। ঘরগুলোর ফার্নিচার, ফ্রিজ, টিভি, বিছানাসহ সবকিছু পুড়ে গেছে। আমাদের কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুর রাজ্জাক জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

আরও খবর