টেকনাফে ২২ হাজার ইয়াবা উদ্ধার

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল

হোয়াইক্যং ইউনিয়ন ঝিমংখালী ক্যাম্পে দায়িত্বে থাকা টেকনাফ ২ বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে ২১ হাজার ৯শ ৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিজিবি’র তথ্য সুত্রে জানা যায়,৩ অক্টোবর রাতের প্রথম প্রহরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং ঝিমংখালী বিওপির দায়িত্বরত বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ৬নং সুইচ গেইট এলাকায় টহল দেওয়ার সময় ৩ জন লোক একটি ঝুঁড়ি নিয়ে আসার চেষ্টা করলে এসময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ঝুঁড়িটি ফেলে লাফ দিয়ে ওপারে চলে যাওয়ায় আটক করতে পারেনি বিজিবি।

পরে ঘটনাস্থল তল্লাশী করে ঝুঁড়িটি উদ্ধার করে ২১ হাজার ৯ শ ৩০পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান(পিএসসি)।

আরও খবর