গিয়াস উদ্দিন ভূলু,কক্সবাজার জার্নাল
টেকনাফে র্যাব-১৫ সদস্যরা ইয়াবাসহ ‘দিলদার’ নামে এক মাদক কারবারীকে আটক করেছে।
তথ্য সুত্রে জানা যায়,৩ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩ টার দিকে র্যাব-১৫,(সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের দায়িত্বে থাকা র্যাব সদস্যদের একটি চৌকষ দল গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে হ্নীলা জাদিমোরা রাখাইন প্যাগোডা সংলগ্ন প্রধান সড়ক এলাকায় একটি অভিযান পরিচালনা করে হ্নীলা উত্তর আলীখালীর মৃত আবু তাহেরের পুত্র দিলদার আহমদ (৩০) প্রকাশ নাইগ্যাকে আটক করতে সক্ষম হয়। এরপর তার দেহ তল্লাশী করে ২ হাজার ৭শত পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের করে আটক আসামীকে টেকনাফ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ র্যাব ক্যাম্পের ইনচার্জ কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-