শ.ম.গফুর, উখিয়া
বান্দরবানে ঘুমধুম সীমান্তের তুমব্রু শুণ্যরেখায় আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প, ঘুমধুম সীমান্ত ও উখিয়ার একাধিক রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করলেন সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্থাপনায় বাংলাদেশে নিযুক্ত বিদেশি মিশনের সামরিক উপদেষ্টারা।
বুধবার বিকেলে কুতুপালং ক্যাম্পে ও বৃহস্পতিবার (৩ অক্টোবর)ঘুমধুম সীমান্ত এবং কোনার পাড়া রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেন তাঁরা। দুই দিনের এ সফরে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, ভারত, তুরস্কসহ প্রায় ২০টি দেশের উপদেষ্টারা।এ সফরে তাঁরা একাধিক রোহিঙ্গা শিবির পরিদর্শন, রোহিঙ্গাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা, বিভিন্ন বিদেশি দাতা সংস্থার কার্যক্রম ও শরণার্থী শিবির ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তাব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত মিয়ানমারের এ সব নাগরিকদের বর্তমান অবস্থা, সেখানে ফেরত যাওয়ার ব্যাপারে তাদের চিন্তাভাবনা ও প্রত্যাবাসন প্রক্রিয়া সম্বন্ধে সম্যক ধারণা দেওয়ার উদ্দেশ্যে বিদেশি সামরিক উপদেষ্টাদের এ সফরের আয়োজন করা হয়েছে।
সফররত বিদেশী উপদেষ্টাদের শুভেচ্ছা জানিয়ে কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমদ সহ পদস্থ বিজিবির কর্মকর্তারা সাথে ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-