চকরিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মোহাম্মদ উল্লাহ• চকরিয়া:

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ৩অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটায় বিএমচর ইউনিয়ানের ১নং ওযার্ড়ের চৈন্যামার ঘোনা এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের বয়স (৩৭) লাশ উদ্ধার করে চকরিয়া থানা পুলিশ।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, নিহত যুবক বয়স (৩৭)মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন ,স্থানীয় লোকজন।

তিনি আরো বলেন,বিএমচর ইউনিয়ানের ১নং ওয়ার্ড়ের চৈন্যামার ঘোনার সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি বিষয়টি পুলিশকে অবিহিত করেন।

তৎক্ষানিক পুলিশ ঘটনাস্থল গিয়ে অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। থানাধীন মাতামহুরী পুলিশ ফাাঁড়ির এস আই শেখ আবুল ফারুখ জানান, লাশটি সুরুতাহাল রিপোট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।নিহত যুবকের গায়েঁ আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

আরও খবর